আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্ষণ মামলায় কবির রিমান্ডে

ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে  গ্রেপ্তার কবির হোসেনের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রাপ্ত আসামি কবির হোসেন চাঁদপুর মতলব উত্তরের হান্নানের ছেলে।

প্রসঙ্গত , ধর্ষনের শিকার শিশুটি ফতুল্লা থানাধীন ভূইগড় হোয়াইট ফ্লাওয়ার ক্যাডেট স্কুলের নার্সারীর শিক্ষার্থী। গ্রেপ্তারকৃত আসামী কবির হোসেন পাশের বাসার ভাড়াটিয়া। গত ৫ অক্টোবর বিকালে শিশু মেয়েটি তার মায়ের কাছে ধর্ষনের বিষয়টি জানায়।  পরবর্তীতে কবিরের মোবাইল সার্চ করলে মোবাইলে ধর্ষনের ভিডিও ও অশ্লীল ছবি পাওয়া যায়। পরবর্তীতে মেয়ের বাবা ফতুল্লা মডেল থানায় বাদী হয়ে একটি ধর্ষন মামলা করেন।

সর্বশেষ সংবাদ