আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে ৩ ধর্ষণ চেষ্টাকারী আটক

কিশোরীকে অপহরনের পর ধর্ষণ চেষ্টাকালে স্থানীয় এলাকাবাসী ৩ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ১৩ অক্টোবর রাতে বন্দর থানার কুশিয়ারাস্থ চন্ডিতলা বিলের কাশবন থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

এ ব্যাপারে অপহৃত কিশোরী পিতা আব্দুল জব্বার মিয়া বাদী হয়ে ঘটনার ওই রাতে বন্দর থানায় মামলা দায়ের করেছে। যার মামলা নং-২০(১০)১৯।

আটকৃত লম্পটরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার রুহুল আমিন মিয়ার ছেলে লম্পট শরিফ শেখ (১৯) একই এলাকার স্বপন দেওয়ান মিয়ার ছেলে নয়ন দেওয়ান (১৯) ও কদম রসুল কলেজ মাঠ এলাকার মজিবর রহমানের ছেলে রায়হান (১৮)।

জানা গেছে, গত রোববার দুপুরে উল্লেখিত ৩ লম্পট মিলে কদম রসুল কলেজ সংলগ্ন রাস্তার উপর থেকে একরামপুর এলাকার ১৩ বছরের কিশোরীকে অটোইজবাইক যোগে জোর পূর্বক অপহরণ করে কুশিয়ারাস্থ চন্ডিতলা বিলের কাশবনের ভিতরে নিয়ে আসে। পরে লম্পটরা কিশোরী ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টাকালে স্থানীয় এলাকাবাসী চিৎকারের শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে এসে ৩ লম্পটকে আটক করে পুলিশে সোর্পদ করে।

সর্বশেষ সংবাদ