আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লড়াই করেই জিতলেন ছালাউদ্দিন ভূইয়া

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সালাউদ্দিন ভূইয়া বিজয়ী হয়েছে। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ভোট ১৪ হাজার ৮শ ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এড. কবির হোসেন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫ শ ৩ ভোট। এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে কোন ভোট কারচুপি হয় নাই। সারা দিন ছিলো শান্তিপূর্ণ পরিবেশ। ভোটার উপস্থিতি ছিলো ভালো। এবারের ভোট হয়েছে ইভিএম পদ্ধতিতে। মোট কেন্দ্র ছিলো ১৭ টি । মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ১শ ৩৭। পুরুষ ভোটার ১৬ হাজার ৮শ ৭৪ । মহিলা ভোটার ১৬ হাজার ২শ ৬৩ জন। ভোট কক্ষ ছিলো ১১৪ টি । মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছে। তার মধ্যে সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন ২নং ওয়ার্ডে মনির হোসেন, ৩নং ওয়ার্ডে মোরশেদ আলম, ৫নং ওয়ার্ডে আব্দুল কাউয়ুম, ৬ নং ওয়ার্ডে আব্দুল্যাহ আল মামুন দোলন, ৭নং ওয়ার্ডে খোরশেদ আলম, ৮নং ওয়ার্ডে রমজান আলী ও ৯নং ওয়ার্ডে আওলাদ হোসেন এবং ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে জাকিয়া সুলতানা বিজয়ী হয়েছেন। এছাড়া একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারীভাবে বিজয়ী হয়েছে ১নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ডে রিটন প্রধান ও ৪, ৫, ৬নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে জিন্নাত আক্তার এবং ৭, ৮ ,৯ ওয়ার্ডে জাহানারা বেগম।

নবনির্বাচিত চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া গতকাল নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন মেম্বাররাও। এছাড়া রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে গোলাম দস্তগীর গাজী সফলতার পরিচয় দিয়েছেন।

সর্বশেষ সংবাদ