আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীদের সমর্থিত ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা, মারধর, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও হুমকির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন দুই চেয়ারম্যান প্রার্থী।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মহেশপুর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহজামান মোহন ও কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে একইদল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ভোট বর্জনের এই ঘোষণা দেন।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে কোটচাঁদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে একইদল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক। একই সময় মহেশপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহজামান মোহন উপজেলা সদরে অবস্থিত তাঁর নিজস্ব নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন ভোট বর্জনের।

নির্বাচন চলাকালে দুই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা যায়, অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অনেক কম।

সর্বশেষ সংবাদ