সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার খুনীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখা। ১১ অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় শিমরাইলস্থ ইউটার্ণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধনটি শুরু হয়।
এসময় বুয়েট ছাত্র আবরার ফাহাদের খুনীদৈর দ্রুত বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কে.এম. দেলোয়ার আল হুসাইন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ইমরান হুসাইন শফি ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক আবু তালহা।
বক্তারা বলেন, আমাদেরকে জিহাদে নামতে হবে। আজকে মুসলমান জাতি নির্যাতিত। মুসলিমদের জাগ্রত হতে হবে। তারা আরো বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও এদেশের মানুষ এখনও বাকশক্তি ফিরে পায়নি। শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষা অর্জন করতে পারছেনা। যা ছাত্র সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। আবরার ফাহাদকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই দৃশ্য পাকিস্তানি হানাদারদেরও হার মানিয়েছে। এছাড়া আবরারকে নিয়ে বিতর্কীতমূলক কথা বলায় তাসলীমা নাসরিনেরও সমালোচনা করেন বক্তারা।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক, মাওলানা ইবরাহীম খলিল, শফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড শাখার বর্তমান সভাপতি সাকিব, সাবেক সভাপতি নাজমুল হাসান প্রমূখ।