নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় পরিবহন শ্রমিক ইউসুফ (২৫) হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হত্যা ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে টানবাজার ও দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো, আবু সাঈদ (২২), রকসী (২০) ও নাঈম (২৩)। তারা সকলেই নিহত ইউসুফের বন্ধু এবং পেশায় ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।