সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে মহিলা লীগ নেত্রী চম্পা ভূইয়া নিজেই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত সাবেক ছাত্র লীগ নেতা শরিফুর রহমান পারভেজের (৪৫) বিরুদ্ধে মামলা (নং ১৮) দায়ের করেন। নিজ বাসায় জায়গা দিয়ে সহযোগীতা করায় মামলায় সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার নুরু সেক্রেটারীর ছেলে জাহাঙ্গীর আলম জানাকে (৪৬) দ্বিতীয় আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ যুব মহিলালীগ নেত্রীর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে মিজিমিজি আবদুল আলী পুল এলাকার আবদুর রহমানের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান পারভেজ। এতে ওই নারী নেত্রী দুই মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়ে। বিয়ে করার কথা বললে অস্বীকৃতি জানালে ওই নেত্রী গত ৬ সেপ্টেম্বর রোববার রাতে পারভেজের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযুক্ত পারভেজকে ধরতে রাতেই তার বাড়িতে অভিযান চালায়। তবে তাকে বাড়িতে পায়নি। অভিযুক্ত পারভেজ একসময় অস্ত্রধারী সন্ত্রাসী ছিল বলে জানা যায়।
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) কামরুল ফারুক জানান, এ ঘটনায় অভিযুক্ত পারভেজের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে।