নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার জিল্লু বেকারিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে । পরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও একজনের এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে । সোমবার (৭ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তাদের জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- বেকারির মালিকপক্ষ জিল্লু, জিল্লুর বড় ভাই আলমগীর, কর্মচারী সোহরাব ও ওমর ফারুক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, এই বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা হয়। এই অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া একজনকে অর্থদন্ড ছাড়াও একমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।