আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৮ নভেম্বরে বিশাল শো ডাউনের প্রস্তুতি নারায়ণগঞ্জ আওয়ামীলীগের

নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বর ঢাকায় আওয়ামীলীগের সমাবেশে বিশাল শো-ডাউনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে। এ উপলক্ষে ঢাকায় নারায়ণগঞ্জ থেকে বিশাল লোক সমাগমও করার প্রস্তুতি চলছে। এ উপলক্ষে ইতোমধ্যেই সকল নেতারা তাদের কর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন।

শুধু জেলা ও মহানগর আওয়ামীলীগই নয় স্থানীয় সকল সংসদ সদস্য, আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও চলছে ব্যাপক প্রস্তুতি। নারায়ণগঞ্জ থেকে প্রতিটি সংগঠন, জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সকল মনোনয়ন প্রত্যাশী ও সংসদ সদস্যের আলাদা মিছিল ঢাকায় শো-ডাউন করবে বলে দলের একাধিক সূত্রে জানা গেছে।

দলীয় কয়েকটি সূত্র জানায়, আগামী ১৮ নভেম্বর বিশাল শো-ডাউন করতে চায় দলের জেলার সকলেই। নির্বাচনকে কেন্দ্র করে এ শো-ডাউনে নিজেদের অবস্থান জানান দিতে চায় মনোনয়ন প্রত্যাশীরাও। তারা নিজ নিজ নির্বাচনী আসন থেকে সর্বোচ্চ সমাগম করতে চাচ্ছে। এ উপলক্ষে প্রায় সকলেই নিজ নিজ নেতাকর্মীদের সাথে আলোচনা করে দিক নির্দেশনা দিয়েছেন।

এদিকে জেলা আওয়ামীলীগ এ নিয়ে প্রস্তুতি সভা না করলেও ভেতরে ভেতরে প্রস্তুতি গ্রহণ করছে। নেতাকর্মীদের নানাভাবে দিক নির্দেশনা দিচ্ছেন নেতারা। সকল থানা থেকেও বিশাল সমাগমের প্রস্তুতি চলছে।

আর মহানগর আওয়ামীলীগের প্রস্তুতি সভায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে সকলের সহযোগিতা চেয়েছেন সভাপতি আনোয়ার হোসেন। ১৮ নভেম্বর ঢাকার উদ্দেশ্যে বিশাল বিশাল মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি সম্বলিত ব্যানার নেয়ার আহবান জানানো হয়।

আনোয়ার হোসেন বলেন, জনসভায় যোগ দিতে কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতারা মহানগরের আওয়ামীলীগকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই জন্য নারায়ণগঞ্জকে আওয়ামীলীগের ঘাঁটি প্রমাণ করতে ঐক্যবদ্ধ হয়ে সকলকে ঢাকার জনসভায় যোগ দিতে হবে।

এদিকে কেন্দ্র থেকে নেতাদেরকে নেতাদের কাছে সমাবেশে জনসমাগমের ব্যাপারে দিক নির্দেশনা পাঠানো হয়েছে। নেতারা দিক নির্দেশনা অনুযায়ী নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানিয়েছে দলীয় সূত্রগুলো।