আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পারলেন না আশরাফুল রাজ্জাক নাসির

মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাকের মতো সিনিয়র ক্রিকেটাররা ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি । ব্যর্থ হয়েছেন নাসির হোসেন, ইলিয়াস সানী-আরাফাত সানিসহ আরো কয়েকজন।  তবে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন বেশিরভাগ খেলোয়াড়। ফেল করা ক্রিকেটারদের আবারো দিতে হবে বিপ টেস্ট। তাদের কেউ কেউ মনে করেন, বিসিবি তাদের বয়স ও অভিজ্ঞতা বিবেচনা করতে পারে। ফিটনেস ট্রেনার জানিয়েছেন, আগের তুলনায় অনেক বেশি উন্নতি করেছে ক্রিকেটাররা।

মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক তাদের আবারো দিতে হবে বিপ টেস্ট। তবে বিসিবি চাইলে তাদের বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় নিতে পারে। তবে ফিটনেস নিয়ে বোর্ডের উদ্যোগের প্রশংসা করেছেন এ ক্রিকেটাররা।

আবদুর রাজ্জাক বলেন, ডেফিনেটলি এখানে একটু কনসিডারেশন থাকবে বলে আমি মনে করি। মোহাম্মদ শরিফ বলেন, আমি আশা করব তারা সুনজরেই দেখবে আমাদের। আশরাফুল বলেন, আমি বিশ্বাস করি আর সাত আটদিন ট্রেনিং করলে আমি ভালো করব।

ফিটনেস ট্রেনার তুষার ক্রান্তি বলেন, সবার রানিং একরকম না। একেকজন একেকধরণের মাসল ফিটনেস নিয়ে আসেন। তাদের রানিং টা ঐভাবেই থাকে।

গতকাল  মিরপুরে ফিটনেস টেস্টে অংশ নেন ঢাকা মেট্রো-ঢাকা ডিভিশন ও রংপুর ডিভিশনের খেলোয়াড়রা। অন্য বিভাগের ক্রিকেটাররা নিজ নিজ বিভাগে বিপ টেস্ট দিয়েছেন।