আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এই শ্লোগানে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩০ সেপ্টেম্বর সোমাবার দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। পরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিরের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, পুলিশ পরিদর্শক তানভীর, জেলা মহিলা আ’লীগের সভাপতি দ্রৌপদী দেব আগারওয়ালা প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যাশিশুরা উপস্থিত ছিলেন।