নবকুমার:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের যত গাড়ি আছে তত দক্ষ ড্রাইভার নেই। এই ট্রেনিং সেন্টারের আধুনিক যন্ত্র পাতি দেখে আমি মুগ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী এখানে ট্রেনিং সেন্টারের কথা শুনলে অত্যন্ত খুশি হবেন।
তিনি বলেন, আমি আর গাজী ভাই মিলে এখানে একটা জয়গা বরাদ্দের জন্য অনুরোধ করব। বেসরকারি পর্যায়ে গড়ে ওঠা এই ট্রেনিং সেন্টার সড়ক পরিবহণ ব্যবস্থার জন্য অত্যন্ত শুভ সংবাদ।
শুক্রবার বিকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বেসরকারি ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, চালকদের মনে প্রাণে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খাঁন এমপি, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, ওসমান আলী , নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন,পুলিশ সুপার হারুন অর রশীদ, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা ।