আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্বোধন

নবকুমার:

রূপগঞ্জের পূর্বাচলে  ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক যৌথভাবে এ ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খাঁন এমপি, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন,পুলিশ সুপার হারুন অর রশীদ,স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জানা গেছে সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষে রূপগঞ্জে উপজেলার পূর্বাচল নতুন শহরে চালকদের প্রশিক্ষণ কেন্দ্র নির্মান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খাঁন এমপি। অনুষ্ঠানে বক্তারা চালকদের অধিক সতর্কতার সাথে গাড়ি চালানোর উপর গুরুত্ব আরো করেছে। যাত্রীদেরকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ