আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার

তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ নভেম্বর শনিবার সকালে তারাব পৌরসভার মৈকুলী এলাকার বিক্রমপুর স্টিল মিলের পাশ থেকে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহজাহান খান জানান, লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।