তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে রবি ২০১৭-১৮ মৌসুমে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এ সময় গোলাম দস্তগীর গাজী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, কৃষকদের বিভিন্ন সময় বর্তমান সরকার সার, বীজ, কীটনাশক বিনামূল্যে বিতরণ করে আসছে। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশে খাদ্যঘাটতি ছিল। এখন আর দেশে খাদ্যঘাটতি নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মুরাদুল হাসান, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপসহকারী কৃষি অফিসার আব্দুল বাতেন, মোঃ মহসিন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ।