আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেষ রক্ষা হয়নি বাংলাদেশের

দফায় দফায় বৃষ্টি ও দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পরও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। ৩৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৫ রানেই ৬ উইকেট খুইয়ে হারের প্রহর গুণছিল টাইগাররা। তবে আশীর্বাদ হয়ে এসেছিল বৃষ্টি। যে কারণে চতুর্থ দিনের শেষবেলা খেলা হয়নি। পঞ্চম দিনের প্রায় পুরোটা সময়ও বৃষ্টি কারণে খেলা বন্ধ থাকে। এই বৃষ্টির বাধায় জয় হাতছাড়া হতে বসেছিল। তবে শেষ দিনের শেষ বেলায় মাত্র ১৯ ওভার খেলার সুযোগ পেয়েই দারুণভাবে কাজে লাগাল রশিদ খানের দল। স্মরণীয় এক জয় নিয়ে ফিরল টেস্ট ক্রিকেটের নবীন দলটি।