বাঙালি জাতির পিাতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি করার দায়ে নারায়ণগঞ্জের আদালতে দায়ের করা মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের আদালত।
৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়। মামলায় ১নং আসামী করা হয়েছে তারেক রহমানকে, ২নং আসামী বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ৩নং আসামী কওছর এম আহম্মেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখাকে। আদালত বিবাদী তিনজনকে গ্রেফতারে পরোয়ানা জারি করেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমটির সদস্য আকরাম হোসেন বাদল ওই মামলার বাদী। তিনি অভিযোগ করেন, সম্প্রতি লন্ডনে একটি অনুষ্ঠানে তারেক জিয়া বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদের জাতির পিতা জিয়াউর রহমান। সেই সঙ্গে দেশের সংবিধান নিয়ে কটূক্তি করেছেন। তার এমন বক্তব্য মানহানিকর।
বাদী পক্ষের আইনজীবী জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা বলেন, মামলার আবেদন আদালত গ্রহণ করে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেছে।
আদালতের পেশকার আবুল কালাম জানান, আদালত ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।