আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দিলো যৌতুক লোভী স্বামী

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে খাদিজা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার বানিয়াদী এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে।
খাদিজা আক্তারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ বছর আগে জাঙ্গীর এলাকার ফারুক মিয়ার মেয়ে খাদিজা আক্তারের সঙ্গে বানিয়াদী এলাকার তোতা মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই ছেলে ইমন ও পিয়ারের জন্ম হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে তার পিতা নগদ সাড়ে ৫ লাখ টাকা প্রদান করেন। গত দুই বছর ধরে গৃহবধূর স্বামীসহ শশুরবাড়ির লোকজন আরো ২ লাখ টাকা যৌতুক দাবী করে আসছে। এরপর থেকে বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য গৃহবধূকে চাপ প্রয়োগ করে। বুধবার সকালে তাদের দাবীকৃত ২ লাখ টাকা এনে দিতে বলে। গৃহবধূ কোন প্রকার টাকা এনে দিতে পারবেনা বলে অস্বীকৃতি জানায়। এরপর তার স্বামী ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। একপর্যায়ে তার স্বামী আরো ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।