নিজস্ব প্রতিবেদক : সর্বোচ্চ ও দীর্ঘ সময়ে আয়কর দিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখায় সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার ২৩ জন করদাতাকে সম্মাননা ও সনদপত্র প্রদান করেছে নারায়ণগঞ্জ কর অঞ্চল। যার মধ্যে দুটি পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে অখ্যায়িত করা হয়। এছাড়াও সর্বোচ্চ আয়কর দাতা ৯ জন, সর্বোচ্চ আয়কর দাতা নারী ৩ জন, তরুণ করদাতা ৩ জন ও দীর্ঘ সময় করদাতা ৬জন।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন হলে ২০১৬-১৭ করবর্ষে ওইসব আয়কর দাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী।
২০১৬-২০১৭ করবর্ষে নারায়ণগঞ্জ জেলায় ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে মো. জসিমউদ্দিন মাসুম ও তার পরিবার। সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা হিসেবে খবির উদ্দিন মোল্লা, মো. মিজানুর রহমান মোল্লা, মোল্লা মো. মজনু, সর্বোচ্চ আয়কর প্রদানকারী নারী করদাতা হিসেবে নাসরিন ওসমান, সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা (৪০ বছর বয়সের নীচে) হিসেবে শামীম এহসান, দীর্ঘদিন আয়কর প্রদানের জন্য প্রসাদ কুমার সাহা, ইহসান আহমেদ আহম্মেদ রুমীতে সম্মাননা দেয়া হয়।
এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা হিসেবে হাসান আহমেদ, হাসমত আলী, কবির আহমেদ, সর্বোচ্চ আয়কর প্রদানকারী নারী করদাতা হিসেবে নূরজাহান আহমেদ, সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা হিসেব মিজানুর রহমান, দীর্ঘদিন আয়কর প্রদানের জন্য এড. মো. রুহুল আমিন, সৈয়দ আনিসুর রহমানকে সম্মাননা তুলে দেয়া হয়।
এসময় এম বজলুল করিম বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আরো বেশি আয়কর প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে ও সম্মানজনক জায়গায় দেখতে চাইলে নিয়মিত আয়কর পরিশোধ করুন।
আয়কর বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বন্ধুত্বপূর্ণ পরিবেশে আয়কর দিতে চায় অনেকেই। কিন্তু পরিবেশের অভাবে অনেকে দিতে চায় না। এসব জায়গা গুলোতে আমাদের আরো কাজ করতে হবে। আয়কর প্রদানে সবাইকে আগ্রহী করে তুলতে হবে।
নারীদের আয়কর পরিশোধের আহবান জানিয়ে তিনি বলেন, নারীরা পিছিয়ে থাকলে কোন দেশ এগিয়ে যেতে পারে না। তাই আমাদের দেশের নারীদের এগিয়ে দিতে হবে। তবেই আমাদের দেশ এগিয়ে যাবে। নারীরাও আয়কর পরিশোধ করবেন।
তিনি আরো বলেন, তরুনদের মধ্যে আয়কর প্রদানে আগ্রহ বেশি। তারাই পারবে দেশকে এগিয়ে নিতে। তাই আমরা যারা কর দিচ্ছি তারা অন্যদের উৎসাহী করবো।
নারায়ণগঞ্জ কর অঞ্চল কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা (দক্ষিণ) এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটর কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।