আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা ও না’গঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম তথা আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীর রামপুরা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মঙ্গলবার ও গতকাল বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-সৈয়দ রায়হান কবির ওরফে রায়হান ওরফে বাবু ওরফে নাঈম ওরফে সাইকো মার্শাল (২৮) ও ফয়সাল রহমান ওরফে মোয়াজ ওরফে আবু দোজানা (২৯)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, জঙ্গীবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর কিছু সদস্য গোপন বৈঠকের জন্য একত্রিত হওয়ার সংবাদ প্রাপ্তির প্রেক্ষিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সয়দ রায়হান কবির ওরফে রায়হান ওরফে বাবু ওরফে নাঈম ওরফে সাইকো মার্শালকে দেশীয় অস্ত্র, জঙ্গীবাদী বই ও লিফলেটসহ গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্য মতে রাজধানীর রামপুরা এলাকা হতে ফয়সাল রহমান ওরফে মোয়াজ ওরফে আবু দোজানাকে লিফলেটসহ গ্রেফতার করা হয়।