আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেকায়দায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

সম্প্রতি দায়িত্ব নেয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী  বরিস জনসন চরম বেকায়দায় পড়েছেন। তার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া বা ব্রেক্সিট কার্যকরের আগে আচমকা পার্লামেন্ট মুলতবি রাখার ঘোষণাকে অগণতান্ত্রিক ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে প্রধান বিরোধীদল লেবার পার্টি। লেবার লিডার জেরেমি করবিন ডাক দিয়েছেন গণঅসহযোগ আন্দোলনের। একইসাথে ব্রেক্সিট বিরোধীরা প্রধানমন্ত্রীর পার্লামেন্ট মুলতবির ঘোষণা বাতিলের দাবিতে ব্রিটেনজুড়ে টানা কর্মসূচী পালন করছে । বুধবার রাত থেকেই ব্রেক্সিট বিরোধীরা রাজধানী লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন শহরে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচী অব্যাহত রেখেছে।

পার্লামেন্ট ভেঙে দেয়া নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে ‘গণ-অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছেন ব্রিটেনের বিরোধী দলনেতা তথা লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। তিনি জানিয়েছেন, চুক্তিহীন ব্রেক্সিট যাতে না হয়,তার বিরোধিতা করতেই এই কঠোর পদক্ষেপ। প্রতিবাদীদের একজোট হয়ে পথে নামতেও আহবান জানিয়েছেন করবিন। সেতু ও রাস্তা বন্ধ করে পার্লামেন্ট মুলতবির প্রতিবাদ করতে হবে ,আপত্তি জানাতে হবে। প্রয়োজনে মিছিল করে রানির প্রাসাদে গিয়ে প্রতিবাদ জানতে হবে ।