আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওদের প্রেম লাইলী-মজনু কেউ হার মানিয়েছে

প্রেম কোন ধর্ম মানে না। এটা সকল ধর্মে চলমান। প্রতিবছর সমাজের বা পরিবারের ভুল সিদ্ধান্তে প্রেমের বলি হচ্ছেন হাজারো তরুণ- তরুণী। লাইলী- মজনু ,শাহজাহান মমতাজ, রাধা-কৃষ্ণ এদের প্রেম ছিলো জগতের সেরা প্রেম। তাদের প্রেম কেউ হার মানিয়েছে  নওগাঁর পত্নীতলার আদিবাসী প্রেমিক যুগল জয় হেম্ব্রম (১৮) কাজলী মুরমু (১৬)। প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় তারা  প্রেমিক যুগল একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার(৩০ আগষ্ট) রাতের কোনো এক সময় উপজেলার গোপীনগর আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয় ও কাজলী মূর্ম একই পাড়ায় বসবাস করত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু কোনো পরিবারই তাদের এ সম্পর্ককে মেনে নেয়নি। শুক্রবার রাতে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়।

গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন জয় ও কাজলী বাড়ির পাশে ঈদগাহ মাঠের একটি গাছের সঙ্গে রশির দুইপ্রান্তে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শনিবার(৩১ আগস্ট) সকালে এলাকাবাসী তাদের ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ।

পত্নীতলা থানা অফিসার কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে।