আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নসিমন চাপায় স্কুল ছাত্র নিহত

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফরহাদ (৬) নামে ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার দক্ষিণপাড়া বড়কান্দা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ওই গ্রামের আঃ খালেকের ছেলে ফরহাদ (৬) ঢাকা- গোপালদী সড়কের কাছে তার স্কুলে যাচ্ছিলো। সে স্কুলের কাছাকাছি পৌঁছালে একটি দ্রুতগামী নসিমন তাকে চাপা দিয়ে চলে যাবার চেষ্টা করে। এ সময় এলাকাবাসি নসিমনটিকে তাড়া করলে চালক নসিমন রেখে পালিয়ে যায়। ফরহাদকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার অবস্থা গুরুতর বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফরহাদকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আব্দুল হক বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।