কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেছেন কাশ্মীরিদের অধিকার খর্ব করা হচ্ছে। এর থেকে বেশি রাজনৈতিক ও দেশবিরোধী কিছু হতে পারে না ।
রোববার তিনি একাধিক টুইটে এ সব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।
শনিবার শ্রীনগর বিমানবন্দর থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ ১১ বিরোধী দলের নেতাদের ফেরত পাঠানো হয়। সরকারের এমন কাজের বিষয়ে সমালোচনা করে তিনি একাধিক টুইট বার্তায় প্রতিবাদ করেন। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। এ নিয়েও প্রতিবাদ করেছিল বিরোধী দল কংগ্রেস।
এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে একটি ভিডিও ক্লিপ আপলোড করেছেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যাচ্ছে বিমানের মধ্যে এক নারী রাহুল গান্ধীকে কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে ঘটে যাওয়া নানা সমস্যার কথা জানাচ্ছেন।