আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে রূপগঞ্জে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অর্ধ-দিবস কর্মবিরতি

তুহিন মোল্লা,রূপগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রীয় কোষাগার থেকে সারা দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। সোমবার সকাল ৯টা হইতে দুপুর ১টা পর্যন্ত তারাব পৌর ভবনের নিচতলায় অর্ধদিবস কর্ম বিরতির কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা জেড এম আনোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম তুষার, অর্থ-বিষয়ক সম্পাদক তোফায়েল আহাম্মেদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল মতিন, তারাব ইউনিট কমিটির সভাপতি আমিরুল ইসলাম, সাম্পাদক নাজমুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তারাব পৌর সচিব তাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মাওলানা মোঃ শামছুদ্দিন, নগর পরিকল্পনাবিদ নিগার সুলতানা, আজমেরী বেগম, মিজানুর রহমান, আতাউর রহমান প্রমূখ।###