আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে: শরফুদ্দিন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মোঃ শরফুদ্দিন আহমেদ বলেছেন, সমাজের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজার ও জঙ্গীবাদের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন,মাদক ও জঙ্গীবাদ বৈশ্বিক সমস্যা হিসেবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এগুলোকে প্রশাসনের একার পক্ষে দমন করা সম্ভব হবেনা। তাই এ সমস্যাকে সমাধান করতে সমাজের সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

গতকাল রোববার সকালে সুমিলপাড়া আইলপাড়া রেললাইন এলাকাস্থ নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মুজিব পাটোয়ারী, কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শাহ আলম, সাধারণ সম্পাদক ও থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সোনামিয়া বাজার বণিক সমিতির সভাপতি সাইদুল হক সাঈদ ও আদমজী নতুন বাজার বণিক সমিতির সভাপতি আবুল হাশেম মন্টুসহ প্রমুখ।

মাদক ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষিতে প্রধান অতিথি বলেন, যদি আমার কোন পুলিশ সদস্য কোন মাদক ব্যবসায়ীর সাথে সম্পর্ক রাখছে কিংবা ধরে ছেড়ে দিয়েছে এমন সুনিষ্ট অভিযোগ থাকে তাহলে আমাকে জানাবেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

মতিউর রহমান মতি বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগে থেকেই মাদকের বিরুদ্ধে কাজ করছি এবং বর্তমানেও তা অব্যাহত থাকবে।