সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত সরকার স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। ভারতীয় সেনাদের সঙ্গে সেখানে মুহুর্মুহু সংঘর্ষ বাধছে স্বাধীনতাকামী মানুষদের। এরই মধ্যে ভারতীয় সেনাদের দিকে প্লাস্টিকের গুলতি তাক করে থাকা কাশ্মীরের একটি ছোট শিশুর ছবি ভাইরাল হয়েছে। যা তোলপাড় ফেলেছে পুরো বিশ্বে। তবে ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুর দাবি, ছবিটি ২০১৮ সালের। তবে নেটিজেনদের এক অংশের মতে, ছবিটি সাম্প্রতিক কালের। কিন্তু যে যাই বলুক না কেন, ছবিটি এখন কাশ্মীরিদের আন্দোলনের প্রতীকী রূপ হয়ে যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
ছবিতে দেখা গেছে, পাঁচ বছরও পেরোয়নি এমন একটি শিশু প্লাস্টিকের গুলতি তাক করে আছে অস্ত্রে সজ্জিত ভারতীয় সেনাদের দিকে। চোখে তার কোনও ভয় নেই। আগ্নেয়াস্ত্রের কাছে যে এ গুলতি নস্যি তা নিয়ে মাথা ঘামাচ্ছে না শিশুটি। যেন হাতের এই গাছ থেকে ফল পেড়ে খাওয়ার অস্ত্রটি দিয়েই ভারতীয় সেনাদের কুপকাত করে দেবে সে।