আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন রূপে আসছেন পপি

সারা বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি এবার দর্শক দের সামনে নতুনভাবে আসছেন। প্রথমবারের মতো তাকে উপস্থাপক হিসেবে দেখা যাবে।  বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র এবারের আয়োজনের উপস্থাপক তিনি। তাঁর সঙ্গে উপস্থাপক হিসেবে থাকছেন চিত্রনায়ক ফেরদৌসও। গত শুক্রবার ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের মিলনায়তনে উপস্থিত দর্শকদের নিয়ে অনুষ্ঠানটির দৃশ্য ধারণ করা হয়।

শুরুতে অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়ে কিছুটা ভয় পান পপি। তবে পাশে বন্ধু ও সহশিল্পী ফেরদৌসকে পেয়ে আশ্বস্ত হন তিনি। এই চিত্রনায়িকা বলেন, ‘ঈদের সময় “আনন্দ মেলা”অনুষ্ঠান দেখার জন্য পরিবারের সবাই মিলে বসে থাকতাম। অনেক বরেণ্য ব্যক্তি এই অনুষ্ঠানের উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আবেদ খান, জুয়েল আইচ ও আনিসুল হকের মতো লোকেরা উপস্থাপনা করেছেন এখানে। সেই অনুষ্ঠানের অংশ হতে পেরে সত্যিই অনেক আনন্দ লাগছে। দর্শকেরা যাতে ভালো একটি অনুষ্ঠান উপহার পান, সেই চেষ্টা করেছি। ’অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।