রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি ঃ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে ঘোষণা করায় নারায়নগঞ্জের রূপগঞ্জের ৫ শতাধিক মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্বার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কমনা করে মসজিদে সমজিদে এ দোয়ার আয়োজন করেন নারায়নগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। গতকাল দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী মীর বাড়ি মসজিদে নেতাকর্মীদের নিয়ে গোলাম দস্তগীর গাজী দোয়ায় অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজেরে আলম টুটুল, নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য ও তারাব পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এই ভাষণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বধীনতার ঘোষনার ভাষণ। দীর্ঘ দিন পর ইউনেস্কো এই ভাষণ স্বীকৃতি দেয়ায় সারা পৃথিবীর বাংলা ভাষা-ভাষী মানুষ কৃতজ্ঞ।
উল্লেখ্য ১৯৭১ইং সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক এ ভাষণ দান করেন। এ ভাষণের মাধ্যমে নিরস্ত্র জাতি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে সশস্ত্র জাতিতে পরিণত হয়। দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে।