আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মুড়াপাড়া ছাত্র সংসদ নির্বাচন পরিদর্শনে মন্ত্রী গাজী

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার (১১ শ্রাবণ,২৭ জুলাই) সকালে গোলাম দস্তগীর গাজী ভোট কেন্দ্র পরিদর্শনে যান। তিনি সাধারণ ভোটারদের সাথে কথা বলেছেন। এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় নি। ছাত্র ছাত্রীরা নির্ভিঘ্নে ভোট প্রয়োগ করছে। এবারের নির্বাচনে ভিপি পদে ৪ জন প্রাথী প্রতিদ্বন্দ্বীতা করছে। জিএস পদে রয়েছে ২ জন। ভোট গ্রহণ সকাল ৯ থেকে শুরু হয়েছে চলবে বিকাল ৩ টা পর্যন্ত।

গোলাম দস্তগীর গাজী কলেজ প্রাঙ্গণে পৌছালে সাধারণ শিক্ষার্থীরা জয় বাংলা শ্লোগানে মুখোরীত করে তোলে পুরা ক্যাম্পাস। উল্লেখ্য গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে রূপগঞ্জের সকল প্রতিষ্ঠানে গণতন্ত্রের সু বাতাস বইছে।জনগণ প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করছে। সদ্য সমাপ্ত কাঞ্চন পৌর নির্বাচনে ভোট অবাধ নিরপেক্ষ হয়েছে। সেখানে প্রথম বারের মতো আওয়ামী লীগের প্রার্থী রফিক বিজয়ী হয়েছে।