আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজার বাজারে বোতল ও কাগজ কুড়ানোর আড়ালে ডালিমের মার ভয়ংকর চুরির কাহিনী


ষ্টাফ রিপোর্টার : নাম তার মরিয়ম। বয়স চল্লিশের কোঠায়। এলাকায় ডালিমের মা নামে বিশেষ পরিচিত। কাজ করেন কাগজ ও বোতল কুড়ানোর। কিন্তু এর সাথে আরো একটি কাজে তিনি সিদ্ধ হস্ত। সেটি হলো, কাগজ ও বোতল কুড়ানোর আড়ালে মানুষের মালামাল সামগ্রী চুরি করা।

গত তিন মাসে তিনি চুরি করেছেন বেশ কয়েকটি। ধরা পরে জরিমানা ও দিয়েছেন। অবশেষে ১ নভেম্বর এলাকাবাসি তাকে এক সপ্তাহের মধ্যে এলাকা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন।

জানা গেছে নরসিংদীর পুরানচর গ্রামের ডালিমের মা দীর্ঘ কয়েক বছর ধরে আড়াইহাজার কৃষ্ণপুরা আহেদ আলীর বাড়ীতে ভাড়া থেকে বাজার ও আশে পাশে কাগজ ও বোতল কুড়িয়ে বিক্রি করে সংসার চালান। এরই মধ্যে ধরা পরেছেন বেশ কয়েকটি চুরির ঘটনায়। কৃষ্ণপুরা বউ বাজারে কাঁচা মালের দোকান থেকে এক বস্তা পিয়াজ ও রসুন চুরিতে ধরা পরে দেড় হাজার টাকা জরিমানা দিয়েছেন। দশ হাজার টাকা জরিমানা দিয়েছেন সদর বাজারের সাধনের দোকান থেকে ঝাড়–র বোঝা চুরি করে। চুরি করেছেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাজালালের গাড়ীর যন্ত্রাংশ। এ ছাড়াও আল মদিনা হোটেলের চাল, ডাল, তরি তরকারী চুরি করতে গিয়ে ধরা পরেন। স্বপনের মুড়ির দোকান থেকে চুরি করেন এক বস্তা পলিথিন। এ চুরি করতে গিয়ে ধরা পরার পর মুক্তিযোদ্ধা লাল মিয়ার নেতৃত্বে তার বিচার হয়। তাকে নির্দেশ দেয়া হয় এক সপ্তাহের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে। আল মদিনা হোটেলের মালিক নোয়াপাড়া গ্রামের সামসুউদ্দীনের ছেলে জয়নাল আবেদীন জানান, এত কিছুর পরও ডালিমের মা এলাকা ছাড়ছেন না। তার যন্ত্রনায় বাজার ও আশ পাশের এলাকাবাসি অতীষ্ট হয়ে পড়েছেন।