আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদার সামনে শো ডাউনের অন্তরালে কমিটির প্রত্যাশা অঙ্গ সংগঠনের

নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের উপর দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার যাত্রাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপির প্রায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক শো-ডাউন করেছেন। দলের নেত্রী ও কেন্দ্রীয় কমিটির নেতাদের এসব শো-ডাউন দেখিয়ে নিজেদের বলয়ে কমিটি নিতে ভেতরে ভেতরে লক্ষ্য ছিল সকলের।

শনিবার ২৮ অক্টোবর রোহিঙ্গাদের দেখতে যাবার পথে খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতাদের সামনে এসব শো-ডাউন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সকাল থেকেই অঙ্গ সংগঠনগুলোর নেতারা কর্মীদের নিয়ে সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত অবস্থান নেন।

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পদ প্রত্যাশী সকল নেতাকর্মীদেরকেই দেখা গেছে নেত্রীর পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে শো-ডাউন করতে। অনেক নেতাকেই কেন্দ্রীয় নেতারা গাড়ি থেকে ধন্যবাদ জানিয়েছেন।

জানা যায়, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নারায়াগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কমিটি দেয়ার প্রস্তুতি চলছে। কমিটিগুলোর প্রস্তুতও অনেকাংশে শেষ। দলের কেন্দ্রীয় নেতাদের তাই নিজেদের সক্ষমতা দেখাতে শনিবার ব্যাপকভাবেই মাঠে ছিল সংগঠনগুলোর নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের পক্ষে সাইনবোর্ডে, কাঁচপুরে ও মেঘনায় শো-ডাউন করেছেন দলটির নেতাকর্মীরা। মহানগর ছাত্রদলের পক্ষে সাইনবোর্ড, চিটাগাং রোড, মদনপুরে শো-ডাউন করেছে দলটির নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষে কাঁচপুরে ল্যান্ডিং ষ্টেশনের সামনে শো-ডাউন, সাইনবোর্ড থেকে মোটরবাইক শো ডাউন ও সাইনবোর্ডে অবস্থান ছিল নেতাকর্মীদের। মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষে সাইনবোর্ডে ও মদনপুরে অবস্থান ছিল নেতাকর্মীদের। জেলা যুবদলের পক্ষে সাইনবোর্ড, কাঁচপুরে অবস্থান ছিল দলের নেতাকর্মীদের। মহানগর যুবদলের পক্ষে সাইনবোর্ড এলাকায় অবস্থান ছিল দলের নেতাকর্মীদের, তবে মদনপুরের কিছু নেতাকর্মী মহানগর যুবদলের ব্যানারে অবস্থানে ছিল।

এদিকে নেতাকর্মীদেরকে কেন্দ্রীয় নেতারা গাড়ি থামিয়ে থামিয়ে ধন্যবাদ জানিয়েছেন। নেতারা অবস্থান নেয়া নেতাকর্মীদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে দলের কাজ করার জন্য প্রস্তুত থাকতেও নির্দেশ দেন।

কমিটিকে কেন্দ্র করে দলের প্রায় প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক পদপ্রার্থী নেতা ব্যাপকভাবেই শো-ডাউন করেছেন। ব্যাপকভাবে নেতাকর্মী নিয়ে রাজপথে অবস্থানও নিয়েছিলেন নেতাকর্মীরা। তবে নেতাকর্মীরা তাদের স্থানীয় ও আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের সাথেই শো-ডাউন করেছেন।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটির সবগুলোই মেয়াদোত্তীর্ণ। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবকে করা হয় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মহানগর ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলকে করা হয় মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, আর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ হাসান রোজেলকে করা হয় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এতে করে অঙ্গ সংগঠন দুটি জেলা ও মহানগরে অভিভাবক শূন্য হয়ে পড়ে। আর তাই দ্রুতই কমিটিগুলো প্রত্যাশা করছেন সংগঠনের পদ প্রত্যাশী নেতারা সহ সাধারন কর্মীরাও।