আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহী জেলা বিএনপি’র পরিচিতি সভা

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাজাশাহী জেলার সদ্য গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা গতকাল নগরীর পদ্মারপাড় এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার।

এসময়ে অন্যদের মধ্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রমেশ চন্দ্র দত্ত, দেবাশষি রায় মধু ও আবু বাক্কার সিদ্দিক, জেলা বিএনপি’র সদস্য নজরুল ইসলাম মন্ডল, নুরুজ্জামান খান মানিক, সিরাজুল হক, শেখ মকবুল হোসেন, বিকুল হোসেন, সাইদুর রহমান মন্টু, এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, সাইদুর রহমান মন্টু, রোকনুজ্জামান আলম, মিজানুর রহমান, জাহান পান্না, আব্দুর রাজ্জাক, তাজমুল তান টুটুল, আব্দুস সামাদ, গোলাম মোস্তফা মামুন, সদর উদ্দিন, আশরাফুল ইসলাম, তোফায়েল হোসেন রাজু, আবু হেনা, ডি.এম জিয়া, আমিনুল হক সিদ্দিক মিন্টু ও সৈয়দ মহসীন আলী।
এছাড়াও জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনিসহ বিএনপি’র আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আহবায়ক কমিটির ৪১জন সদস্যকে পরিচয় করে দেওয়া হয়। এসময়ে সভাপতির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, আগামীতে কাউন্সিলের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচন করতে এই আহবায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন থেকে এই কমিটির সকল সদস্যকে দলের হয়ে কেন্দ্র এবং কমিটির আহবায়কের নির্দেশনা অনুযায়ী কাজ করার পরামর্শ দেন তিনি। সেইসাথে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সকল প্রকার কার্যক্রমে সব সদস্যকে মাঠে থাকার আহবান জানান তিনি।