আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীলংকার বিপক্ষে টাইগারদের সময় সূচি

বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে । ক্রিকেটারদের সবাই এখনও দেশে ফেরেননি। ছুটিতে আছেন সবাই। এরই মধ্যে বাংলাদেশ দলের নতুন ক্রিকেট সূচি প্রকাশ হয়েছে। বাদ্য বেজে গেছে শ্রীলংকা সফরের। সোমবার শ্রীলংকা ক্রিকেট বোর্ড দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে।

বাংলাদেশ ক্রিকেট দল এক সপ্তাহের কিছুটা বেশি সময় শ্রীলংকা সফরে কাটাবে। আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজের জন্য বাংলাদেশ দল আগামী ২৩ জুলাই শ্রীলংকা যাবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর ‘আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সফর শেষে ১ আগস্ট দেশের বিমান ধরার কথা আছে ক্রিকেটারদের। সবগুলো ম্যাচই দিবারাত্রির।

তারিখ ম্যাচ ভেন্যু

২৬ জুলাই ২০১৯ ১ম ওয়ানডে (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

২৮ জুলাই ২০১৯ ২য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

৩১ জুলাই ২০১৯ ৩য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো