সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জের ধরে মাজহারুল (৩০) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার পিরোজপুর ইউপির শান্তি নগর গ্রামে। এ ঘটনায় আহতের পিতা আব্দুল খালেক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার শান্তিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে মাজহারুলের সাথে ছোট কোরবান পুর গ্রামের মৃত শাফায়ত উল্লার ছেলে রাসেলের সাথে পুর্বশত্রুতা চলছিলো। এরি জের ধরে গত বৃহস্পতিবার রাতে মাজহারুলকে বাড়ি থেকে ডেকে এনে রাসেলের নেতৃত্বে কমল হক, শফিক, আব্দুল গাফ্ফার, মফিজুল ও ইয়াছিন সহ ৮/১০ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এলোপাথারী কুপিয়ে মারাতœক আহত করে। আশেপাশের লোক জন ছুটে এসে আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আহতের পিতা আব্দুল থালেক বাদী হয়ে শুক্রবার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোর্শেদ আল জানান, এ ঘটনায় অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে র্যবস্থা নেয়া হবে।