আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছোট স্বার্থ ত্যাগ করে দল সুসংহত করতে হবে : আইভী

 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘৩ নভেম্বরে জাতীয় ৪ নেতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়ে সেটা এখনো কিন্তু থেমে থাকেনি। এরপর ২০০৪ সালের ২১ আগস্ট থেকে শুরু করে ১৯ বার নেত্রী শেখ হাসিনার উপর হামলা করে তাকে হত্যার চেষ্টা করে। যারা দেশের উন্নয়কে রুখতে চায় তারাই বারবার নেত্রী শেখ হাসিনার উপর হামলা করে যাচ্ছে।

৩ নভেম্বর শুক্রবার বিকেলে ২নং রেল গেট সংলগ্ন আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা যারা কর্মী আছি তাদেরকে আগামী নির্বাচনের উপর গুরুত্ব দিতে হবে। আওয়ামীলীগ কিভাবে আগামী নির্বাচনের ক্ষমতায় আসবে সেটা চিন্তা করতে হবে। সেজন্য দলের নেতাকর্মীদের সংগঠিত করতে হবে। এত ছোট ছোট স্বার্থ ত্যাগ করে হলেও তাদেরকে সুসংগঠিত করতে হবে। আমাদের মত দলের নেতারা কিন্তু বক্তব্য দিয়ে যাই কিন্তু সাধারণ কর্মীরা দলকে সুসংগঠিত করাতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কর্মীরা দলের মূল চালিকাশক্তি। তাই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে আগামী নির্বাচনের আওয়ামীলীগ দলের বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসাতে আমরা সবাই সুসংগঠিত হতে কাজ করবো। ইতোমধ্যে রোহিঙ্গা ইস্যু সহ উন্নয়নের কারণে নেত্রী সারা বিশ্বে প্রশংসিত হয়ে আসছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী এমপি হোসনে আরা বাবলী, কাউসার আহম্মেদ পলাশ, আরজু ভূইয়া সহ প্রমুখ।