রাবি প্রতিনিধি:
জেল হত্যাকা-ে শহীদ জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দরিদ্র, মেধাবী ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রবর্তন করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের পুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বৃত্তি বাবদ পঁচিশ লক্ষ টাকার চেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের নিকট প্রদান করেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া উপস্থিত ছিলেন।
প্রদত্ত অর্থে ‘শহীদ কামারুজ্জামান এন্ড জাহানারা ফাউন্ডেশন বৃত্তি’ প্রদান করা হবে। আইন, ইতিহাস, মনোবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও অর্থনীতি বিভাগের একজন করে শিক্ষার্থী প্রতি মাসে তিন হাজার টাকা হারে এই বৃত্তি পাবে।