আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ডিভোর্সী স্ত্রীকে ধর্ষণে সাবেক স্বামী আটক

বন্দরে ডিভোর্সী স্ত্রীকে ধর্ষণের ঘটনায় সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২৮ জুন শুক্রবার রাতে ধর্ষিতা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ধর্ষক মজিবর রহমানকে (৪৩) আটক করে ধামগড় ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত ধর্ষক মজিবর রহমান সোনারগাঁও থানার বাইশটেকি এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদির সাথে সোনারগাঁ থানার বাইশটেকি এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে মজিবুর রহমানের সাথে বিয়ে হয়। বিয়ের পর দ্বিতীয় স্বামীর সাথে কলহ দেখা দিলে ১ বছর পূর্বে বাদির সাথে ডির্ভোস হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে দ্বিতীয় স্বামী মোতালেব ডির্ভোসী স্ত্রীকে নানা ভাবে বিরক্ত করে আসছে।

এর ধারাবাহিকতায় গত ২৮ জুন শুক্রবার রাতে ডির্ভোসী স্ত্রীকে তার বাসায় একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে মজিবরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের হলে পুলিশ উক্ত মামলায় মজিবরকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।