নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন,দক্ষ নেতৃত্বই পারে সমাজ এবং দেশ কে বদলে দিতে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের গুনে বাংলাদেশ উন্নত সমৃদ্ধির পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, নতুন নেতৃত্ব সৃষ্টির মূল হাতিয়ার কাউন্সিল । যেখানে গণতন্ত্র আছে সেখানে কাউন্সিল আছে যেখানে গণতন্ত্র নেই সেখানে নেতৃত্বের পরিবর্তন নেই।
শনিবার (২৯ জুন) ভূলতা কালাচান সরকারের বাড়ি দূর্গা মন্দিরে রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় নিরাপদে থাকে। স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবার হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর আঘাত করছে। মন্দির ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ওরা বাবার সমানে মেয়েকে ধরে নিয়ে ধর্ষণ করছে।
তিনি বলেন,বিএনপির মধ্যে কোন গণতন্ত্র নেই। খালেদা জিয়া স্বজনপ্রীতির রাজনীতি করে। বিএনপির মাঠের নেতাদের বাদ দিয়ে পলাতক খুনি তারেক কে দলের প্রধান করেছে বিনা কাউন্সিলে। পলাতক আসামী দিয়ে বিএনপি কোন দিন রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না।
মন্ত্রী বলেন, সমাজের কোন অংশকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নবাস্তবায়ন করা সম্ভব নয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে উন্নত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের লোকদের অত্যাচার করে কেউ শান্তিতে থাকতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী জয়ন্ত সেন দিপু,নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট খোকন সাহা, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল,ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ,রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গনেশ চন্দ্র পাল প্রমুখ।
এছাড়া গোলাম দস্তগীর গাজী অনুষ্ঠানস্থলে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।