আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যায় চাঁদা উত্তোলনের সময় ৪ জন আটক

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে বাংলাদেশ নৌ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ সিকদারের চার কর্মীকে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে আটক করেছে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ। এ সময় আটকৃত ৪ জনকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা রুজু করার বিষয়ে প্রস্তুতি চলছে।

আটক কৃতরা হলেন, ফাইজুল (৩২), মাঝি সমুন (১৮), রেদোয়ান মোল্লা (৩২), মিন্টু হাওলাদার (৩৮)। নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাকিম জানান, নদী থেকে চাঁদা উত্তোলনের সময় ৪ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভাল্কহেডের একজন সুকানী জানায়, সকালে শীতলক্ষ্যা নদীর আকীজ সিমেন্ট এলাকায় বিভিন্ন বোট থেকে ৩ থেকে ৪’শ টাকা করে চঁদা উত্তোলন করছিলো লাল কার্ড আর সবুজ কার্ডের নামে।

তিনি আরো জানান, তাঁদের কাছ থেকে টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করা নিয়ে এক পর্যায়ে বাকবিতন্ডা হয় এবং ঘটনাস্থলে নৌ পুলিশের একটি টিম উপস্থিত হলে সবুজ সিকদারের দলীয় ৪ সদস্যকে আটক করা হয়।

নৌ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ সিকদারের সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক সংবাদচর্চাকে জানান, চাঁদাবাজীর ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তারা আমার লোক নয়। আমি এখন ঢাকায় আছি তাই এই বিষয়ে কিছু বলতে পারছি না।