আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত দ্বিধা বিভক্তিতে বিএনপি

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৫ জুলাই কাঞ্চন পৌর সভায় ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল অংশ নেবে। গতকাল ক্ষমতাসীন আওয়ামী লীগ মেয়র পদে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। মনোনয়ন পেয়েছেন কাঞ্চন পৌর যুব লীগের সভাপতি রফিকুল ইসলাম। এখানে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী নেই। তবে সারা দেশে বিএনপি অন্য স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিলেও কাঞ্চন পৌর সভায় প্রার্থী দেবে বিএনপি। এখানে বিএনপির তিন জন প্রার্থী মাঠ রয়েছে। তারা হলেন বিএনপি বর্তমান মেয়র আবুল বাশার ,সাবেক মেয়র মজিবুর রহমান, ছাত্র দলনেতা আমিরুল ইসলাম ইমন। তবে বিএনপি দ্বিধা বিভক্তিতে রয়েছে , এখানো তারা প্রার্থী চূড়ান্ত করতে পারে নাই। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার সম্ভাবনা রয়েছে।

এবারে নির্বাচনে আওয়ামী লীগ কোমর বেধে মাঠে নেমেছে। তারা বিএনপির হাত থেকে কাঞ্চন পৌর সভাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। যেখানেই প্রচারে যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থী সেখানেই জনগণের ব্যাপক সারা পাচ্ছে । তবে আসন ধরে রাখতে প্রচারে পিছিয়ে নেই বিএনপি। তাদেরও তিন জন প্রার্থী প্রচার চালাচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, কাঞ্চন পৌর নির্বাচনে আমাদের প্রার্থী এখনো চূড়ান্ত করা হয় নি। সেখানে আমাদের তিন জন প্রার্থী মাঠে রয়েছে। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে আমাদের প্রার্থী চূড়ান্ত করব।

প্রসঙ্গত এবার কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬’শ ৭৫ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১’শ ৮৫ জন আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫’শ জন। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ৩০ জুন। মনোনয়নপত্র যাচাইবাছাই ২ জুলাই, প্রত্যাহার ৯ জুলাই। ভোট গ্রহণ ২৫ জুলাই।