রূপগঞ্জে লরির ধাক্কায় ট্রাক খাদে পড়ে জাহিদুল নামে একজন ট্রাক ড্রাইভারের নিহত হয়েছে। এ সময় একজন রিকশা চালকসহ ৪ জন আহত হয়েছে।
সোমবার (২৪ জুন) ভোর রাতে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের টেংরারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর রাতে খালি ড্রাম ভর্তি একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে টেংরারটেক এলাকায় রাস্তার পাশে রেখে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন ট্রাকের ড্রাইভার জাহিদুল। রাত ৪টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বিদ্যুতের খুটি ভর্তি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও একটি রিকশাকে ধাক্কা দিলে যান দুটি খাদে পরে যায়। এ সময় ট্রাকের নীচে থাকা ড্রাইভার জাহিদুল লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া রিক্সার চালক, লড়ির ড্রাইভার, হেলপারসহ ৪ জন গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ নিহত ড্রাইভার জাহিদুলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে প্রেরন করে।