সংবাদচর্চা রিপোর্ট : ২০১৩ সালে ফতুল্লা থানার দায়ের করা অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার দুটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার (২৩ জুন) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে হাজিরা দেন তারা । মামলা নং ৩৪(৫)১৩, ৯৪(৯)১৮।
এসময় আসামী পক্ষের হয়ে আদালতে উপস্থিত ছিলেন, এডভোকেট সাখাওয়াত হোসেন, এডভোকেট সরকার হুমায়ুন কবীর, এডভোকেট খোরশেদ আলম মোল্লা, এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান প্রমুখ।
আদালত থেকে বের হয়ে আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৩ সালে ফতুল্লায় আনন্দ বাসে অগ্নিসংযোগ ও ২০১৮ সালে ভূইগড়ে নাশকতার অভিযোগ এনে বিএনপি নেতাকর্র্মীদের উপর মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন জেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ মামলার মোট আসামী ৩৫ জন।
মামলার আসামিরা হলেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সহ সভাপতি স্বপন চৌধুরী, সেলিম হোসেন দিপু, বিএনপি নেতা অলিউল্লাহ খোকন, আমিনুল হক জুয়েল, রাসেল আহমেদ, আনোয়ার মাস্টাার, ইয়াসিন মাস্টার, আ.বাতেন, আহমেদ আলি, মো.সজল ,মো. আলম প্রমুখ।