আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে  শ্রমিক লীগের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে।

রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলের ডালা নিয়ে নগর আওয়ামী লীগ কার্যালয়ে আসেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেলে রানার সমর্থকরা। তারা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিতে চাইলে বাধা দেন শ্রমিক লীগের সভাপতি আবুল খায়েরের সমর্থকরা। এনিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে পৌঁছায়।