আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে যমুনা ব্যাংক ফাউন্ডেশন কাজ করছে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে যমুনা ব্যাংক ফাউন্ডেশন কাজ করছে। কোন মানুষের  টাকা অভাবে লেখাপাড়া বাদ যাবে না। কোন অভিভাবক যদি সন্তান কে লেখা পড়া করাতে খরচ চালাতে না পারে তাদের আমরা সহায়তা দেব। তার জন্য জনগণকে যুমনা ব্যাংকের সাথে যুক্ত থাকতে হবে।

শনিবার (২২ জুন) রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ২০১৯ সালের এস.এস.সি ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত সুবিধা বঞ্চিত দরিদ্র ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বৃদ্ধির জন্য বিশেষ বাজেট বরাদ্দ দিয়েছে। মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

গোলাম দস্তগীর গাজী বলেন, শুধু সরকার নয় আমাদের সমাজ কে এগিয়ে নিতে হলে বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। কর্মের মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে। আমাদের সবাইকে সেই কাজ করে যেতে হবে যাতে আমাদের নতুন প্রজন্ম আমাদের যুগ যুগ মনে রাখে।

তিনি বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। এরা দেশের জন্য কাজ করতে পারে। তাদের সেই সুযোগ আমাদের করে দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি.আতিকুর রহমান , সিইও সফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ প্রমুখ।

এছাড়া মন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ প্রদান করেন।