নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বাংলা প্রথম পত্র এবং কুরআন মাজিদ পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও শুরু হলো জেএসসি ও জেডিসি পরীক্ষা। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৪২ হাজার ৯’শ ২০ জন শিক্ষার্থী। আর অনুপস্থিত ছিল ১৩শ’ ৬৬ জন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রথম দিনের পরীক্ষায় জেএসসিতে উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৪‘শ ৬১ জন ও অনুপস্থিত ছিলেন ১ হাজার ১‘শ ১৫ জন। আর জেডিসি থেকে অংশ নিয়েছে ৩ হাজার ৪‘শ ৫৯ জন অনুপস্থিত ছিলেন ২‘শ ৫১ জন শিক্ষার্থী।
জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা নাসরিন আক্তার জানান, সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ৩টি শিক্ষা বোর্ডের অধীনে ৩৪টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এর মাঝে জেএসসির কেন্দ্র ছিল ২৫টি ও জেডিসির কেন্দ্র ছিলো ৯টি। জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে ১৩৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
চলতি বছর নারায়ণগঞ্জ জেলা থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৪ হাজার ১‘শ ৮৬ জন শিক্ষার্থী। এর মাঝে জেএসসি থেকে অংশগ্রহণ করেছে ৪০৫৭৬ জন ও জেডিসিতে ৩৬১০ জন শিক্ষার্থী।