ফতুল্লায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত লিপুর বড় ভাই শাহিন (৪০) কে গ্রেপ্তার করেছে । ২০ জুন বৃহস্পতিবার রাত ১১ টায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ২১০ পুড়িয়া হোরোইনসহ পিলকুনি এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাহিন দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার মৃত সামসুল হকের ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার রাতে পিলকুনি ভুতের বাড়ি থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২১০ পুড়িয়া হেরোইন পাওয়া যায়। দুপুরে শাহিনকে আদালতে প্রেরন করা হয়েছে।