রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ২০১৭ সনের জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে ১২৯জন পরিক্ষার্থী অনুপস্থিতির মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের পরিক্ষা। এ বছর উপজেলায় ৭ হাজার ১৪৩ শিক্ষার্থী পরিক্ষার্থী ছিল। এতে অংশ নিয়েছে ৭ হাজার ২০জন। গতকাল বুধবার সকালে জেএসসি ৫টি কেন্দ্র, ৫টি ভেন্যু কেন্দ্র ও জেডিসি ৩টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয় তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক। তিনি আরো বলেন, কেন্দ্রকে নকল মুক্ত রাখতে ও প্রশ্ন পত্র ফাঁস এড়াতে সকাল সাড়ে ৮টার দিকে প্রতিটি কেন্দ্রকে জানানো হয়েছে স্কুলের জন্য ’ক’ সেট ও মাদ্রাসার জন্য ’খ’ সেট প্রশ্ন দেয়া হবে।