নারায়ণগঞ্জে ১ হাজার পিছ ইয়াবা উদ্ধার মামলার রায়ে এক তরুণীসহ ৩ জনকে দশ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
১৯ জুন বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডিত আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ জানান, ২০১৪ সালের ২৯ আগস্ট সকাল সোয়া ৭টায় সোনারগাঁ থানাধীন মহাসড়কের আষাড়িয়া ব্রীজের কাছে পুলিশ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী করার সময় কুমিল্লা থেকে ঢাকাগামি একটি সবুজ রং এর প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-১৫-১৪৯৩) সিগন্যাল দেয়। এসময় গাড়ি থামিয়ে চালক আমিনুর দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় তাকে সহ ৩ জনকে আটক করে গাড়ি তল্লাশী করেন। এরপর গাড়ি থেকে এক হাজার পিছ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় সোনারগাঁও থানার এসআই অজয় পাল বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় আসামীরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।
দন্ডিত আসামীরা হলো কক্সবাজার জেলার রামু থানার উত্তর মিঠাছরি আস্করখিল গ্রামের আ. ছালামের ছেলে শহিদুল ইসলাম সোহেল (২৩), বগুরা জেলার শাখারিয়া নামাবালা গ্রামের জামাতুল্লাহর ছেলে প্রাইভেটকার চালক আমিনুর ইসলাম (৩০) ও একই জেলার কালিতলা গ্রামের সাজু মিয়ার মেয়ে সাথী বেগম ওরফে রোজিনা (২০)।