আজ শনিবার, ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাকিবের নতুন মাইলফলক

আজ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে নতুন আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বিশ্বসেরা সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে নিজের হারানো আসন ফিরে পান। তারপর থেকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই নিজের যোগ্যতার জানান দিয়ে যাচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

একের পর এক রেকর্ড গড়ছেন তিনি। এরই ধারাবাহিকতায় আরেকটি রেকর্ডের সামনে বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।

আর মাত্র ২৩ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে ছয় হাজার রান পূর্ণ করবেন সাকিব। গড়বেন নতুন মাইলফলক। বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ২০১ ম্যাচে আটটি সেঞ্চুরি ও ৪৪টি হাফসেঞ্চুরিতে ৫৯৭৭ রান করেছেন তিনি।